শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন      বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা      যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান এলো দেশে      পদোন্নতি চান ‘বৈষম্যের শিকার’ ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্তরা      নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের      বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম      
দেশজুড়ে
মতলবে উত্তরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তরদক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় তানভীর হুদা আরও বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে।’

‘বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক- সবাই সমান মর্যাদার অধিকারী। বিএনপি ঐক্যের রাজনীতি করে।’

সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া। 

সভা শেষে দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেন।

সভায় মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, শিল্পপতি ও বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, ওয়ার্ড সদস্য আল আমিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা বেগম, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু, তানজিল প্রধান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মতলবে উত্তর   সনাতন ধর্মাবলম্বী   বিএনপির মতবিনিময়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাণীশংকৈলে জুয়া খেলার অভিযোগে দুইজনের কারাদণ্ড
সালাউদ্দিন কাদের-নিজামী-কাসেম আলীর মৃত্যুদণ্ড মিথ্যা মামলায়
নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন অফিস ঘেরাও
সিলেটে অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নতুন কমিটির অভিষেক

সর্বাধিক পঠিত

প্রেমের পর পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে স্বামী
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গরুবাহী ভটভটি, নিহত ২
আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোবাল লিংক বিজনেসম্যান সার্ভিস উদ্বোধন
৪ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সিএনজি ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাত, ভিডিও ভাইরাল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close