বিএনপি নেতা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. মো. সাইদুজ্জামান কামাল বলেছেন, বাঞ্ছারামপুরে কেবল ধানের শীষের প্রার্থীই চাই, অন্য কোনো প্রতীকের প্রার্থী নয়। বাঞ্ছারামপুরের বিএনপিকে বাঁচাতে, বিএনপির ঘাটিকে অক্ষুণ্ণ রাখতে অন্যকোন প্রার্থী এলাকার জনগণ চায় না। দলের যাকেই দেয়া হোক, তাকে যেন ধানের শীষের মার্কা দেওয়া হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর হলো শাহজাহান হাওলাদার সুজন, এ. টি. এম. ওয়ালি আশরাফ, এম. এ. খালেকের ঘাঁটি। উনারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। এটি সম্পূর্ণ বিএনপি তথা ধানের শীষের ভোট ব্যাংক। এখানে বিএনপির জন্য শাহজাহান হাওলাদার সুজন ও নয়ন জীবন দিয়েছেন। তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো দল বা জোটকে প্রার্থী দিলে বাঞ্ছারামপুরের জনগণ তা মেনে নেবে না।
ছলিমাবাদ ইউনিয়ন তাতী দলের সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের সভাপতি এম. এ. সালাম, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মনির হোসেন, শহীদ নয়নের পিতা, পৌর যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, ইমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, শহীদ জিয়া পরিষদের উপজেলা সভাপতি বিপ্লব আহমেদ, জাহিদুল ইসলাম লিটন, খায়ের উদ্দিন, হারুন মিয়া, আবদুল মোমেন, আশাবুদ্দিন, করিম মিয়া, হানিফ মিয়া, চান বাদশা প্রমুখ।
কেকে/ আরআই