কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের নয়াহাটি গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রিয়াদ আহাম্মেদ নামে এক যুবক।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
রিয়াদ বাদলা ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি চার বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। তবে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এবং অন্যত্র বিবাহ করেছেন। দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন রিয়াদ। এদিকে আত্মহত্যার খবর পেয়ে বাদলা ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল বলেন, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
কেকে/ আরআই