বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২০টি কম্বল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৪ হতে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ আসামিদের আটক করে।
আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার পাড়া এলাকার মো. হানিফের ছেলে মো. মুহিব উল্লাহ, ফজুপাড়া এলাকার আলী হোসেনের ছেলে মো. জিয়াউর ও চেরারমাঠ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ওসমান।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্তবর্তী চাকপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা কম্বলগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় যে কোনো অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।’ এবং তিনি স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায়।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় শান্তি ও স্বস্তি ফিরেছে।
কেকে/বি