বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
শিরোনাম: সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডিকে      আজকের আলোচিত সাত সংবাদ      প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে      রাজনীতি থেকে তরুণদের দূরে রাখার প্রবণতা বিপজ্জনক : তাসনিম জারা      রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের      দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মোন্থা, টানা বৃষ্টির আভাস      গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর বিরোধ হতাশাব্যঞ্জক      
দেশজুড়ে
দেশ পরিচালিত হবে ৩১ দফার ভিত্তিতে : মামুন মাহমুদ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, ‘গত ১৫ বছর একটি শাসন ব্যবস্থা ছিলো যে শাসন ব্যবস্থায় জুলুম অত্যাচার নিপিরণের অনেক কাহিনী শুনেছেন, মামলা খেয়েছেন, ঘর ছাড়া থেকেছেন—এই কাহিনী আপনাদের সবারই জানা আছে। এই জুলুম অত্যাচার থেকে বাচাঁর জন্য গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে জনগণ সেই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে এই দেশ থেকে বিতারিত করেছে। যে বিশ্বাস নিয়ে আমরা রাস্তায় নেমেছি, জেলে গিয়েছি, তাদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে তাদের মরনাস্ত্রের সামনে বুক পেতে দাড়িয়েছি আমরা, কিন্তু ভয় পাই নাই। জনগণের বিজয় হয়েছে। জুলুম অত্যাচারের অবসান হয়েছে।’
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত ৩১ দফার প্রচারণায় ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  

প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে মামুন মাহমুদ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতাম যে, এই অত্যাচারী শাসকরা একদিন না একদিন আমাদের প্রতিরোধের মুখে বিদায় নিতে বাধ্য হবে। আমাদের বিশ্বাস ছিলো আল্লাহর উপর যে, এই জুলুম আল্লাহ্ সহ্য করতে না পেরে একদিন না একদিন এমন পতন দিবেন, এই দলটি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।’

নাসিকের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুুদুর রহমান মাসুদের সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠকে মামুন মাহমুদ বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা রক্ত দিয়ে স্বাধীন করে দিয়ে গেছেন। সুতরাং, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমার। আমরা যদি এই দেশকে ভালো রেখে যেতে না পারি, তাহলে আমার পরের প্রজন্ম আমার সন্তান দূর্ভোগ এবং কষ্টের শিকার হবে। বাসা থেকে বের হবে পকেট থেকে টাকা নিয়ে চলে যাবে ছিনতাইকারীরা, দেশে কোনো আইনের শাসন থাকবে না। এ জন্য আমাদের নেতা তারেক রহমান আগেই বলেছেন আমি ৩১ দফা দিলাম। এই ৩১ দফার মধ্যে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে শাসন ব্যবস্থায় দলীয়করণ করা হয়েছে। তারপর দুর্নীতিকরণ করা হয়েছে- এগুলো দূর করতে হবে। সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগে দলীয় যাদের কোনো যোগ্যতা নেই, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।’

‘এভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্তম্ভকে ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয়েছে। বিএনপি যদি আপনাদের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশ পরিচালিত হবে জনগণের মতামতের ভিত্তিতে, আইনের শাসনের ভিত্তিতে ও ৩১ দফার ভিত্তিতে।’

কেকে/ এমএ

আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা   মামুন মাহমুদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে নজীর রাখলেন জামিল
ওমানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বান্দরবান জেলা পরিদর্শন
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে : শামসজ্জামান দুদু
আমরা কোন প্রতিহিংসার রাজনীতি চাই না : অপু

সর্বাধিক পঠিত

বিকল্প নেতৃত্বে শক্তিশালী জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে
নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মেডিকেল টুরিজমে সুহা ট্রাভেলস থাইল্যান্ডের চমক
মৌলভীবাজারে সাংবাদিক তমাল ফেরদৌসের জানাজা ও দাফন সম্পন্ন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close