ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অনুমতি না থাকায় যাত্রাপালা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুরে এ ঘটনা ঘটে
জানা গেছে, বুধবার বিকালে তালমা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. সলেমান ফকির রসুলপুর বাজারে যাত্রাপালার আয়োজন করেন। তবে, ওই যাত্রাপালায় অশ্লীল নৃত্য হতে পারে—এমন আশঙ্কায় ফুসে ওঠেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা।
এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
পরে পরিস্থিতি অবনতির আশঙ্কায় সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি, তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেন। একপর্যায় স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।
মো. সলেমান ফকির বলেন, ‘এলাকাবাসীর অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম। এখানে আমি দোষের কিছু দেখি না। হুজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন।’
দবির উদ্দিন বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল। পরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে। বর্তমানে শান্ত রয়েছে।’
কেকে/ এমএ