চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুরচর দেওয়ান বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, বিএনপি শক্তিশালী হয়েছে মা-বোনদের কারণে। বিএনপি সাধারণ মানুষের দল, মা-বোনদের দল। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল হচ্ছে বিএনপি। এই সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের প্রশাসন ও সন্ত্রাসীরা ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার সেই সুযোগ এসেছে ভোট দেওয়ার।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির লাখ লাখ নেতাকর্মী হামলা-মামলা, খুন-নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। সেই আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
তানভীর হুদা অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমানকেও মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে নির্মম নির্যাতন চালানো হয়।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক মিনু দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধান, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মফিজ মিয়াজী, জেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা ও ইউপি সদস্য ওলি উল্লাহ দেওয়ান, বিএনপি নেতা সোলেয়মান, ছাত্তার, সালাউদ্দিন, মাহমুদ আলী মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান, ছাত্রদল নেতা জুম্মান, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা তানজিল প্রধান, নাদিম ভূইয়া, আরিফুল ইসলাম বাবু, সোহেল রানা মুন্না প্রমুখ।
কেকে/ আরআই