ফতুল্লার কাশীপুরে নামহীন একটি পলিথিন কারখানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। এসময় প্রায় ৮শ’ ২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কাশীপুরের ডিক্রীরচর খেয়াঘাট সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসীন কবির। এসময় উপস্থিত ছিলেন র্যাবের এএসপি আল মাসুদ খান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ।
স্থানীয়রা জানান, কারখানার মালিক সেলিম ও তার স্ত্রী খুকি বেগম গোপনে দীর্ঘদিন ধরে এলাকায় পলিথিন উৎপাদন করে আসছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহসীন কবির জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে নামহীন প্রতিষ্ঠানটি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। প্রথম দফায় অপরাধ হওয়ায় পরিবেশ আইনে প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
কেকে/ আরআই