তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও ন্যায্য পানি বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘তিস্তা নদীতে গজলডোবা বাঁধ নির্মাণের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার বারবার হরণ করা হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ—নদী না বাঁচলে আমরা বাঁচব না।’
সিনেটে ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা বলেন, ‘তিস্তা প্রকল্প ও পানি চুক্তি বাস্তবায়ন উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশ ও চীন সরকার বারবার আলোচনায় বসলেও প্রকল্পটি অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না। এর ফলে, বর্ষায় প্লাবন, আর শুকনো মৌসুমে তীব্র পানি সংকট দেখা দেয়। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে অনেক অসম চুক্তি রয়েছে, যার মধ্যে তিস্তা পানি বণ্টন চুক্তি অন্যতম। এসব চুক্তি বাতিল করতে হবে।’
রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘‘মনে রাখবেন, হাসিনা এখন বাংলাদেশে নেই, এটা নতুন প্রজন্মের বাংলাদেশ। আপনারা প্রতিবেশী, বড় ভাই নন—বড় ভাইসুলভ আচরণ করলে আমরাও তার জবাব দেব।”
আন্দোলনে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এসএম সালমান সাব্বিরসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
কেকে/ এমএ