জয়পুরহাটের পাঁচবিবিতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ (২য় ভার্সন) উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও সমমানের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন—সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুন জান্নাত, সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ও থানার এসআই সিরাজুল ইসলাম প্রমুখ।
কেকে/ আরআই