‘হাত ধোয়ার নায়ক হোন’—প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন—কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ নাজনীন ডেইজী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও কর্মক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
কেকে/ আরআই