সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ মাছ ধরার দায়ে ১৪ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল এবং জব্দকৃত দুইটি নৌকা নিলামে বিক্রি করে ৬১ হাজার টাকা আয় হয়েছে মৎস্য বিভাগ।
অভিযানে ২৯ কেজি ইলিশ মাছসহ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩ টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতায় ৯ টি অভিযান চালানো হয়েছে। এ সময় ২৯ কেজি ইলিশ ও ৯৯ হাজার মিটার কারেন্ট জাল এবং মাছ ধরা ইঞ্জিন চালিত দুইটি নৌকা জব্দসহ ১৪ জন জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত জেলেদের ৫-২০ দিন পর্যন্ত জেল এবং জব্দকৃত নৌকা দুইটি নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সেই সাথে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বলে রাখা ভাল, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৮ দিনে রাজবাড়ীতে এখন পর্যন্ত ৪১ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে প্রশাসন এবং জব্দকৃত ৩টি নৌকা নিলামে বিক্রি করে আয় করেছেন ৯৭ হাজার টাকা।
কেকে/ এমএ