‘সর্বজনীন প্যালিয়েটিভ কেয়ার অর্জন : সবাই প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৫’ পালিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)-এর আয়োজনে কড়াইলের বনানীতে অবস্থিত মমতাময় কড়াইল সেন্টারে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, মানবিক সেবার মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং জীবন সীমিত মানুষদের প্রতি সমাজের সব স্তরে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয়। এরপর ইতঃপূর্বে কড়াইল এলাকার পাঁচটি স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের এই সক্রিয় অংশগ্রহণ দিবসটির বার্তাকে আরও গতিশীল করে তোলে।
পিসিএসবি’র অন্যতম সদস্য ডাক্তার নূরজাহান বেগম প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরে বলেন, জীবন সীমিতকারী রোগে আক্রান্ত ব্যক্তি এবং পরিবারের পাশে থেকে ভোগান্তি কমানোই প্যালিয়েটিভ কেয়ারের মূল লক্ষ্য।
আজকের এই আয়োজন আমাদের এই দায়িত্ব ও অঙ্গীকারের প্রতিই পুনরায় দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে পিসিএসবির সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, জীবনের শেষপ্রান্তে থাকা মানুষদের জন্য ভালোবাসা ও যত্নের বার্তা সমাজে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার চেতনা জাগিয়ে তুলবে।
ডা. সানজিদা শাহরিয়া জানান, ২০১৫ সাল থেকে পিসিএসবির ‘মমতাময় কড়াইল প্রকল্প’ এলাকার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্যালিয়েটিভ কেয়ার সেবা, চিকিৎসা সহায়তা, মানসিক পরামর্শ ও জীবনমান উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, পিসিএসবির সভাপতি ড. নাঈম আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমদ, শিশু বিশেষজ্ঞ ডা. নূরজাহান বেগম, মমতাময় কড়াইল-এর প্রকল্প পরিচালক ডা. তাসনিম জেরিন, প্রকল্প সমন্বয়ক ফারজানা মালা, পিসিএসবির ম্যানেজার শাহাদৎ রুমন প্রমুখ।
কেকে/এজে