স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্গাপূজায় অশুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে—আমরা তাদের বিরুদ্ধে জিডি করেছি। আইনের আওতায় আনার জন্য কেইস করা হচ্ছে। যারাই এই অপকর্ম করেছে তাদের কারও ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মালম্বিদের কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “যারাই এই অপকর্ম করেছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসব। আপনারা জানেন এখানে কিছু কিছু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সাথে সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়ালও আছে, তাড়াও কিন্তু এটা ইন্ধন দেয়। এরা যেন ইন্ধন না দিতে পারে আপনারা আমাদের সবাই সহযোগিতা করুন। হিন্দু ধর্মের যে হিন্দু গুরুরা, তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সাংবাদিকরাই বলছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।”
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজনীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মিভদন্ত রতনশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অব. লেফটেন্যান্ট কর্ণেল দিদারুল আলম, অব. ব্রিগেডিয়ার জেনারেল মো. তানভীর ইকবাল প্রমুখ।
কেকে/এজে