সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর (লুনা-হুমায়ুন) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাঠ ও যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, সিলেট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপরসনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্ঠা হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকে উত্তেজনা চলছিল। বিকেলে মিছিলকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। ঘন্টাব্যাপী চলা এ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
কেকে/ আরআই