জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কার কাজ আগামী ২০ অক্টোবরের মধ্যে না করলে এ সড়কে ধান চাষ করবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসনাত আবদুল্লাহর কথপোকথনের অপরপাশের ব্যক্তিটি হলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলে জানা গেছে।
অডিও ক্লিপে হাসনাত আবদুল্লাহকে বলতে শুনা যায়, ‘অক্টোবরের ২০ তারিখ থেকে আপনারা যদি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট থেকে ফুলগাছ তলা পর্যন্ত সড়কের যদি কাজ না ধরেন, আমি একদম আপনাকে জানায় দিলাম! এই সড়ক দিয়ে কোন গাড়ি চলবে না।’
এ কথার উত্তরে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তা ব্লক করে দিবেন অবশ্যই অধিকার আপনার আছে। এ বিষয়ে আমার মন্তব্যের কিছু নেই।’
পরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সড়কের দেবিদ্বার অংশ দিয়ে গাড়ি চলতে পারে না। কেউ হাঁটতে পারে না। এ সড়কের বিষয় নিয়ম কানুন অনেকে দেখাইছে। আপনি পরামর্শককে বলিয়েন অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয়, এখানে ধান লাগায় দিব। ১৫ দিন পর ফসল তুলতে পারব। এসব ভাঙ্গাচুর অংশে ধান লাগাই দিব, এখানে মাছ চাষ করব। এখান দিয়ে একটা গাড়িও যাবে না। আমি আপনাকে এটা শুনাই রাখতেছি। যদি অক্টোবরের ২০ তারিখ যদি এই সড়কের কাজ না ধরেন দেবিদ্বার দিয়ে একটা গাড়িও যাবে না।’
জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছুদিন টাইম দিবেন। আর বাকি যেটা মেরামত করার, সেটা তো আমরা চেষ্টা করতে হবে।’
উত্তরে হাসনাত আবদুল্লাহ বলন, ‘মেরামত দিয়ে কিছু যায় আসে না। বারেরা থেকে শুরু করে নিউমার্কেট পর্যন্ত এই সড়কটা চলাচলের অনুপযোগী। এ সড়কসহ দেবিদ্বারের একটা রাস্তাও ঠিক নেই।’
প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘ঠিক আছে আমি আমার সিনিয়রদের জানাই দিব।’
তিনি আরো বলেন, ‘সড়কের দেবিদ্বার অংশটি আমরা আরসিসি ডালাই করব। কাজ শুরু করার জন্য নির্দিষ্ট একটা প্রসেসিং আছে। এসবের মধ্যে দিয়ে আমাদের কাজের অগ্রগতি বাড়ানো হয়। ধারণা করা যাচ্ছে চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম দিকে কাজটা শুরু করা যাবে।’
কেকে/এজে