নওগাঁর পোরশায় সুমাইয়া আকতার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কুশারপাড়া এলাকার একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া উপজেলার ছাওড় ইউপির কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদরাসা থেকে এসে বাড়িতে সকালের খাবার খেয়ে বাইরে যায় সুমাইয়া। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরে স্থানীয়রা কুশারপাড়া এলাকার একটি আম বাগানে সুমাইয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। ঘটনাস্থল সিআইডি পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কেকে/ আরআই