রাজধানীর তেজগাঁওয়ে খ্রিষ্টান মিশনারি চার্চের (জবমালা রানী চার্চ) মূল গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে তেজগাঁও মডেল থানার ২ নম্বর তেজকুনিপাড়াস্থ চার্চের মূল ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত চার্চের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০ মিটার দূরে প্যাকেটে মোড়ানো অবস্থায় আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তে অভিযান চলছে।
কেকে/বি