ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের মাধ্যমে তিন কিলোমিটার বেহাল সড়ক দ্রুত সংস্কার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে সাত দিনের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। ওই বছর ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। ১১৫ কোটি ৫৯ লাখ টাকার রাস্তাটির কাজ ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আড়াই কিলোমিটার অংশ অধিগ্রহণ না করায় আটকে আছে। পৌর এলাকায় সড়কের দুই পাশে বাসা-দোকানপাটের মালিকদের কেউ অধিগ্রহণের টাকা ছাড়া জমি ছাড়তে চাইছেন না। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। সড়কের কাজ বন্ধ থাকায় ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিপাকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও।
এদিকে অধিগ্রহণ জটিলতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পেরে সড়ক ও জনপথ (সওজ) অব্যাহতি চেয়ে আবেদন করে। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়। ফলে সাড়ে পাঁচ বছরেও শেষ হয়নি সড়কের কাজ। এদিকে পৌর এলাকা ছাড়াও উপজেলার সোহাগী ইউনিয়নের কিছু অংশেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
মানববন্ধনে উপস্থিত মকবুল হোসেন বেপারী, কাজল মিয়াসহ অন্তত আরও ১০ জন জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। শুধু তা-ই নয়, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার এক মাত্র সড়কই এটি । আর এই সড়কটিও দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, আব্দুল্লাহ আল-মামুন খোকন, সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু। পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অসংখ্য রোগী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, ‘ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত এই সড়ক বেহালের কারণে অসংখ্য রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে। দলমত নির্বিশেষে জনস্বার্থে আজ সবাই মানববন্ধনে সমবেত হয়েছি। যদি আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করা না হয়, তাহলে আমরা জনগণকে সাথে কঠোর কর্মসূচি ঘোষণা করে আন্দোলন করব।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস ছালাম বলেন, ইতোমধ্যে ৮ ধারা নোটিশ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর হয়ে গেলেই আগামী সপ্তাহের মধ্যেই জমির মালিকদের কাছে নোটিশ পৌঁছাবে। এরপর জমির মালিকরা প্রয়োজনীয় কাগজপাতি জমা দিলেই দ্রুত সময়ের মধ্যেই টাকা উত্তোলন করতে পারবে। এরপর দ্রুত সড়কের কাজ শুরু হবে।
কেকে/এজে