রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      ইতালির পথে প্রধান উপদেষ্টা      যুদ্ধবিরতির পর গাজায় একদিনে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি      
দেশজুড়ে
আসলাম চৌধুরী
সংখ্যালঘু বলে কোন ধারণা নেই, মুখ্য হচ্ছে জ্ঞান ও মানবিক গুণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেছেন, এক সময় হিন্দুরা মনে করত তারাই সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু বলে কোনো ধারণা নেই। পুরো পৃথিবীর মানুষের ধর্মীয় পরিসংখ্যান দেখলে দেখা যায়, কোনো ধর্মই ২৫ শতাংশের বেশি নয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

লায়ন আসলাম চৌধুরী প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জীবনাদর্শ তুলে ধরে বলেন, ভারত হিন্দু অধ্যুষিত রাষ্ট্র হলেও ১২০ কোটি নাগরিকের দেশে সংখ্যালঘু মুসলমান ধর্মাবলম্বী এপিজে আব্দুল কালাম হয়েছেন ভারতের মহানায়ক। ভারতের এমন কোনো পুরস্কার নেই যা তিনি পাননি। এখান থেকেই আমরা শিক্ষা নিতে পারি—সংখ্যালঘু ধারণা নয়, মুখ্য হচ্ছে মানুষের জ্ঞান, চরিত্র ও গরিমা।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন আপনার সন্তানকে জড়িয়ে ধরুন। এতে সন্তানের মায়া-মমতা বাড়বে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হবে, সন্তান মানুষ হিসেবে গড়ে উঠবে। দশম শ্রেণি পর্যন্ত সন্তানের হাতে মোবাইল ফোন দেবেন না। প্রয়োজনে কারও সঙ্গে কথা বলতে হলে আপনার সামনে বলুক।

কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. মুফিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল হাসান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

এতে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল আজম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, মহসিন কবির চৌধুরী, আনোয়ারুল আজিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।

এর আগে উপজেলার ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৬৯১ জন শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সংখ্যালঘু   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঘুমধুমে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল
লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোঙ্গো সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
বান্দরবানে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
নেতা নির্বাচনে ইসলামের নির্দেশনা
সমতা আইনেই, বাস্তবে নয়
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close