বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেছেন, এক সময় হিন্দুরা মনে করত তারাই সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু বলে কোনো ধারণা নেই। পুরো পৃথিবীর মানুষের ধর্মীয় পরিসংখ্যান দেখলে দেখা যায়, কোনো ধর্মই ২৫ শতাংশের বেশি নয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লায়ন আসলাম চৌধুরী প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জীবনাদর্শ তুলে ধরে বলেন, ভারত হিন্দু অধ্যুষিত রাষ্ট্র হলেও ১২০ কোটি নাগরিকের দেশে সংখ্যালঘু মুসলমান ধর্মাবলম্বী এপিজে আব্দুল কালাম হয়েছেন ভারতের মহানায়ক। ভারতের এমন কোনো পুরস্কার নেই যা তিনি পাননি। এখান থেকেই আমরা শিক্ষা নিতে পারি—সংখ্যালঘু ধারণা নয়, মুখ্য হচ্ছে মানুষের জ্ঞান, চরিত্র ও গরিমা।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন আপনার সন্তানকে জড়িয়ে ধরুন। এতে সন্তানের মায়া-মমতা বাড়বে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হবে, সন্তান মানুষ হিসেবে গড়ে উঠবে। দশম শ্রেণি পর্যন্ত সন্তানের হাতে মোবাইল ফোন দেবেন না। প্রয়োজনে কারও সঙ্গে কথা বলতে হলে আপনার সামনে বলুক।
কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. মুফিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল হাসান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
এতে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল আজম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, মহসিন কবির চৌধুরী, আনোয়ারুল আজিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
এর আগে উপজেলার ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৬৯১ জন শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
কেকে/ আরআই