রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতরের কুতুব ও নোহালী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (৬ অক্টোবর) ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ীঘর মেরামত, রাস্তা-ঘাট, গাছপালা সরিয়ে দেওয়ার কাজ করেছেন জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবক।
তারা ১ হাজার ৫০০ জনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের এমপি প্রার্থী মো. রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলাম, গংগাচড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শ্রমিক নেতা ওবায়দুর রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মো. সামিউল ইসলাম, সেক্রেটারি মোত্তালিব হোসাইন।
কেকে/ এমএ