শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারকে দেখে নিছি, জেলা উপজেলার স্বৈরাচারগুলোকে এত গোনার টাইম নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘আমাদের সাথে যারা ন্যায় ও সত্যের পথে থাকবেন, তাদের বিন্দুমাত্র বাঁধা দেওয়ার সুযোগ নাই। যদি কেউ বাঁধা দেয় আমরা তাদেরকে দেখে নিব। যারা কালপিট তাদের সাথে চোখে চোখ রেখে রক্ত গরম করে কথা হবে।’
রোববার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার জেলার যেটা ন্যায্য অধিকার, ওই অধিকার সরকারের কাছ থেকে বুঝে নিতে হবে। যেটা এতদিন আমরা নিতে পারিনি। আপনারা আমাদের সাথে থাকবেন, যতক্ষণ আমরা ঠিক পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যেন পঞ্চগড়কে তুলে ধরতে পারি। জেলার মানুষের জন্য কাজ করতে পারি। দিনশেষে সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে পারি।
সারজিম আলম বলেন, বোদা পৌরসভার মধ্যে রাস্তা-ঘাট থেকে বিভিন্ন স্থাপনার জন্য ১০ কোটি টাকার কাজ আশা করি আগামী মাসে শুরু হবে। কাজের নামে যেন কেউ চুরি, বাটপারি, চাঁদাবাজি করতে না পারে। নিজেদের দায়িত্ব পালন না করলে ১০ বছরের রাস্তা ২ বছরে অর্ধেক উঠে যাবে। পরে কান্নাকাটি করে লাভ হবে না। কাজ চলার সময় সকলকে সচেতন থাকতে বলেন সারজিস আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি সমন্বয়কারী শিশির আসাদ প্রমুখ।
কেকে/এজে