পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মো. সফিউল্লাহ্ সূফী।
বিভিন্ন পাড়ায় আয়োজিত এসব বৈঠকে স্থানীয় উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা করা হয়।
সাবেক পৌর সভাপতি রেজাউল করিম, জামায়াত নেতা ইউসুফ আলীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা বৈঠকে অংশ নেন।
কেকে/ এমএ