‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দেশব্যাপী শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকেরা কেবল জ্ঞান বিতরণ করেন না, তারা নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন।
তিনি বলেন, সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা শিক্ষাব্যবস্থা জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশের একটি জ্ঞানভিত্তিক উন্নত রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম। মাভাবিপ্রবি শিক্ষার গুণগত মান ও শিক্ষকদের পেশাদারিত্ব উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং শিক্ষার ক্ষেত্রে তার অঙ্গীকার অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
কেকে/ এমএস