মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ি উপজেলা শাখার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের দক্ষ অটোরিকশা চালকদের ট্রেনিংয়ের আওতায় এনে সনদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর ফলে দূর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, আব্দুল মজিদ, কাজী তামিম, আককাস বেপারী, শাজাহান বেপারী।
কেকে/ এমএ