বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      
দেশজুড়ে
মোংলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন ভাঙচুর, সন্ত্রাসীদের শাস্তি দাবি এলাকাবাসীর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রবাসীর কোটি টাকার নির্মাণাধীন ভবন ভাঙচুর করেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী মহসীন গাজী (৫০) মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ফেরিঘাট সংলগ্ন মোংলা বন্দর কর্তৃপক্ষ (মবক) বরাদ্দকৃত জমিতে ঘর নির্মাণ করছিলেন প্রবাসী মহসীন গাজী। দীর্ঘদিন বিদেশি জাহাজে সিম্যান হিসেবে কর্মরত থেকে কষ্টার্জিত অর্থে দেশে ফিরে নিজস্ব বরাদ্দকৃত জমিতে ভবন নির্মাণ শুরু করেন। 

মহসিন গাজি তার অভিযোগে উল্লেখ করেন, বুধবার (১ অক্টোবর) রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার নির্মাণাধীন বিল্ডিংয়ের লিন্টেল, গাঁথুনি ও চারপাশের দেয়াল ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মহসীন গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিদেশে নদীতে সিম্যানের চাকরি করে প্রবাস জীবন কাটাই। রক্ত-ঘামে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে স্বপ্নের ঘর তুলছিলাম। অথচ মোংলার কিছু চিহ্নিত সন্ত্রাসী গভীর রাতে আমার নির্মাণাধীন ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় রাজনৈতিক মহলসহ স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
পৌরসভা বিএনপির নেতা মো. ফারুকুল ইসলাম মানিক বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কিন্তু কিছু দুর্বৃত্ত সংগঠনের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এদের কারণে দলের সুনাম নষ্ট হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”

এলাকাবাসীর অভিযোগ, মোংলার কিছু চিহ্নিত দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে প্রবাসীদের সম্পত্তির প্রতি নজর দিয়ে ভয়ভীতি ও দখলবাজি চালিয়ে আসছে। 

তাদের মতে, বিদেশে কষ্টার্জিত রেমিট্যান্সে দেশে ঘরবাড়ি গড়ে তুললেও প্রবাসীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রবাসীর স্বপ্নভঙ্গের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

তারা বলেন, “দেশের অর্থনীতি প্রবাসীদের রেমিট্যান্সে সচল থাকে। অথচ সেই অর্থে গড়ে তোলা ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিক বিপর্যয়ের শামিল।”

ভুক্তভোগী মহসীন গাজীসহ এলাকাবাসীর একটাই দাবি— “দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসীকে একই পরিণতির শিকার হতে না হয়।”

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  মোংলা   ভবন ভাঙচুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close