সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এ জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১১টার সময় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কেকে/বি