অনেকেই পূজা সংক্রান্ত গুজব ছড়ানোর অপচেষ্টা করে জানিয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, ‘গেল বারের তুলনায় এবার সেরকম গুজবের তথ্য পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মনিটর করা হচ্ছে।’
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটির তেঁজগাওয়ে এনটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা সংক্রান্ত গুজব ছড়ানোর চেষ্টা করে অনেকেই। যদিও গেল বারের তুলনায় এবারের পূজাতে সেরকম গুজব আমরা পাচ্ছি না। মূলত তারা গুজব করে সুবিধা করতে পারছে না।’
‘আমরা সেই গুজব মনিটর করছি। যারা দেশে অস্থিতিশীল করতে চায়- তারাই এ গুজব ছড়াচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা কখনই হিন্দু-মুসলিম আালদা করে দেখিনি। আমারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব করতে পারেন।’
সংবাদ সম্মেলনে আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যদি সরকারের পক্ষ থেকে এ রকম সুরক্ষা অ্যাপ চায়, তাহলে এনটিএমসির পক্ষ থেকে তা অবশ্যই করা হবে।’
কেকে/এমএ