বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসা বান্ধব পরিবেশের জন্য সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীই বিশ্বস্ত সংগঠন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কসবা পৌরসভা জামায়াতের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী ও পেশাজীবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়ায় আইন শৃঙ্খলার কিছুটা অবনতি ঘটেছে। চাঁদাবাজ ও মাদক কারবারিদের দৌরাত্ম্যের কারণে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এতে জনগণ বিক্ষুব্ধ। স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে ব্যবসায়ীদের ভূমিকা রাখার জন্য তিনি অনুরোধ করেন।
পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কাজী ইয়াকুব আলী,পৌরসভা আমীর হারুন অর রশিদ,কসবা উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক।
কেকে/ এমএস