রাজবাড়ীতে ৩ লাখ ১২ হাজার শিশু, কিশোর-কিশোরীকে টায়ফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ১২ হাজার শিশুকে এই টাইফয়েড টিকা দেয়া হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহোযোগীতায় এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ।
এছাড়া জেলায় কর্মরত ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডায়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, এই টিকায় কোন পার্শ্বপ্রতিক্রীয়া নেই। নিয়মানুযায়ী রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। তবে রেজিস্ট্রেশন ছাড়া শিশুরাও টিকা নিতে পারবে। কেউ গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই-বাছাই করে কাজ করবেন।
উল্লেখ্য, এবার রাজবাড়ীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ১১ হাজার ৭২১ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতোমধ্যে ৩৪ শতাংশ শিশুর রেজিস্ট্রেশন হয়েছে।
কেকে/ আরআই