হিন্দু ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা যায়, আগামীকাল ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ পাবে হাবিপ্রবির শিক্ষার্থীরা। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম বলেন, এই বন্ধে শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের, বন্ধু, আত্মীয়দের সাথে দেখা করতে বাড়ি গিয়েছে এবং যাচ্ছে। তাদের সকলের নিরাপদ প্রস্থান কামনা করছি। শিক্ষার্থীরা ছুটি উপভোগ করে নিরাপদে বিশ্ববিদ্যালয়ে আগমন করুক এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক এটাই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, অনেকেই অবশ্য বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন তাদের নিরাপদ জীবন প্রত্যাশা করছি। তারা যেন নিরাপত্তার সহিত ঠিকমতো বসবাস করে, স্বাস্থ্যসম্মতভাবে থাকে এটাই প্রত্যাশা করছি।
কেকে/ আরআই