ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসভবনে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন। বিশেষ করে নারীরা এখন অনেক এগিয়ে আছে, আমরা চাই নারীরা তাদের ভোটের অধিকার আদায়ের জন্য আগামী সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ভোট এবং ব্যালটের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করবে।
এ সময় ভার্চুয়াল বক্তব্য দেন নাজিমউদ্দীন আলমের সহধর্মিণী শওকত আরা বেগম।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সময় আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে স্বৈারাচারী হাসিনাকে বিদায় করেছে। তাই সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আরা বেগম, সাবেক সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ সাথী, সাধারন সম্পাদক খাদিজা বেগম, আমিনাবাদ মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আয়শা বেগম মেম্বার, নুরাবাদ ইউনিয়নের মহিলা দলের নেত্রী নার্গীস মেম্বার, নজরুল নগর ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাসিমা বেগম, চর মাদ্রাজ ইউনিয়ন মহিলা দলের নেত্রী বিউটি বেগম প্রমুখ।
এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় সহস্রাধিক মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই