চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির ১৩৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে ১৩৮ জন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগদান করেন।
পৌরসভা জামায়াত ইসলামীর আয়োজনে সংগঠনের উপজেলা আমির সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি খলিলুর রহমান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা জামায়াতের মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা আমির সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির বেলাল হোসেন ও সাখাওয়াত হোসেন,উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান,বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম।
এ সময় ফুল ও বই দিয়ে যোগদানকৃতদের সংবর্ধনা দেওয়া হয়।
বিএনপি থেকে যোগদানকারী সুমন জানান, তিনি ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
রুহুল আমিন বলেন, ‘জামায়াত মানুষের হক তার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা শাসক নই, বরং জনগণের সেবক হতে চাই। আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে পৌর শহরের বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।’
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান বলেন, ‘দল পরিবর্তনের খবর শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। বিএনপি একটি বড় দল। একজন-দুইজন অন্য দলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দল পরিবর্তন করতে পারে, জিয়ার সৈনিকেরা দল পরিবর্তন করতে পারে না।’
কেকে/ এমএ