বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট তিন রোহিঙ্গাসহ মোট চার জন গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) ১টা ৪৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী হেলাল মেম্বারের বাগান বাড়ীর সামনে থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কক্সবাজার উখিয়ার মো. মুরাদের ছেলে মো. হাসান ও তার স্ত্রী ইয়াছমিন আরা এবং মো. রফিকের স্ত্রী শাহানু আক্তার, কক্সবাজার রামুর মো. কাশেমের স্ত্রী খতিজা বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.তোফাজ্জল হোসেন বলেন, ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
কেকে/ এমএস