ভারত পাকিস্তানের খেলা মানে এক অঘোষিত যুদ্ধ। কেউ কাউকে যেন একবিন্দু ছাড়ার পাত্র নয়। খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সবাই যেন এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে আসে এবং এর প্রতিফলন লক্ষ্য করা যায় স্টেডিয়ামে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত।
এশিয়া কাপ শুরু হয় ১৯৮৪ সালে। সেই থেকে আজ পর্যন্ত কখনো ফাইনালে মুখোমুখি হয় নাই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে লড়বে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৭তম আসরের ফাইনালে পাকিস্তানের লক্ষ্য থাকবে ১৩ বছর পর পর এশিয়া কাপের স্বাদ নেওয়া। অপরদিকে রেকর্ড নবমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে আছে ভারত।
কেকে/ এমএস