নীলফামারীতে বিএনপির ৩১দফা প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার চাপরা সরমজামী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, বিএনপির সদস্য ইউনুছ আলী শাহ, শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ, চাপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী রাজা, সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম শাহ ফকির বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা রাশেদ, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান সর্দার, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামিনুর ইসলাম প্রমুখ।
সাধারণ মানুষের উদ্দেশ্যে সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপির ৩১দফা কর্মসূচি জনগণের মুক্তি ও কল্যাণের অঙ্গীকার। নির্বাচনে বিজয়ী হলে সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, দুর্নীতি দমনসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাই আপনাদের প্রত্যেকের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাই।
কেকে/ আরআই