বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি ঘর যখন তৈরি করতে হয়, তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন একটি ঘর নির্মাণ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয়, তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন পড়ে না। ঠিক তেমনি ভাবেই এ দেশ হচ্ছে, আপনার আমার সবার একটি ঘর। এই ঘরে বিগত ১৫-১৬ বছর ডাকাত পড়েছিল। সে ডাকাতকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। এখন এ দেশকে গঠন করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। কুমিল্লা টাউন হল মাঠে এ সম্মেলন হয়।
তারেক রহমান বলেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারের একদলীয় শাসন ব্যবস্থা বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় ব্যবস্থা চালু করে। পরবর্তীতে আবার স্বৈরাচার চলে আসে। জনগণ যুদ্ধ করে তাদেরও বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরেও আরেক স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতারিত করেছে জনগণ।
তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে, আমাদের নেতাকর্মীরা খুন-গুমরে শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাতকরা পড়া অবস্থায় হাসপাতালে ও জেলে মারা গেছে। হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব দেশ গঠনের শক্তি জনগণের কাছে আমাদের সবার আগে যেতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য, জনগণ ও দেশ গঠন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা(বুলু)। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়াও একাধিক কেন্দ্রীয় নির্বাহী জ্যেষ্ঠ নেতা সম্মেলনে বক্তব্য রাখেন।
তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে৷ এখন আমাদের করণীয় কি? এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন করা। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়! অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক রহমান আরো বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে বলা যায় না দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এই গুপ্ত স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষ ও দেশকে রক্ষা করতে হবে আমাদের।
কেকে/এজে