লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লিপন চন্দ্র ওরফে দ্বীপ (৩৫) নামের এক যুবক ঋণের টাকা শোধ করতে না পেরে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাটিটারি গ্রামে ঘটে।
লিপন চন্দ্র মৃত ভূপেন্দ্রনাথের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, লিপন চন্দ্র ঢাকার ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। চাকুরির পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং নিয়মিত অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়েন। জুয়ায় আসক্ত হয়ে সে বিপুল ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। ঋণের টাকা শোধ করতে না পেরে মানসিক চাপে ভুগছিলেন তিনি।
পাওয়ানাদাররা লিপনকে চাপ দিলে সে শুক্রবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পারিবারের লোকজন লিপনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার মর্গে পাঠায়।
লিপন চন্দ্রের মৃত্যূতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানান, লিপন ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের মানুষ। কিন্তু অনলাইন জুয়ায় কালো ছোবল তার জীবন কেড়ে নিয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, ‘লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
কেকে/ এমএ