লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করে সামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন চাপারহাট।
জেলা বিএনপির সহ-সভাপতি, টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবীব দুলু।
এর আগে আসাদুল হাবীব দুলু খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, ‘কোন কোন দল পিআর পদ্ধতি চায়, মানুষ পিআর পদ্ধতি কি বুঝে না। ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না। বর্তমানে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।’
আসাদুল হাবীব আরও বলেন, ‘যারা এত দিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন বঞ্চিত হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামাস সবুজ ও ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন।
ফাইনাল খেলায় ভোটমারী ইউনিয়ন একাদশ ২-০ গোলে কাকিনা ইউনিয়ন একাদশকে পড়াজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভোটমারী ইউনিয়ন একাদেশের রিংকু, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কাকিনার এরশাদ ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আ. হালিম।
টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়।
কেকে/ এমএ