২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয় ভারতের বিপক্ষে হারের মধ্য দিয়ে। তবে ফাইনাল খেলার স্বপ্ন বুকে নিয়ে বাঁচা মরার অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের বিজয়ী দলই ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল।
এর আগে, বাংলাদেশ-ভারত ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। স্পিনের শক্তিতে বাংলাদেশকে চেপে ধরে ৪১ রানের সহজ জয় তুলে নেয় ভারত।
এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালে বাংলাদেশের পথের কাঁটা এখন পাকিস্তান। এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাঁচা মরার লড়াইয়ে জিততে হলে অবশ্যই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে চলতি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
কেকে/ এমএস