বাংলাদেশ দল তাদের প্রথম টি-২০ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৮ নভেম্বর ২০০৬ সালে খেলাটি হয়েছিল বাংলাদেশের খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তখন জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফিস।
বাংলাদেশ দল ১৯.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে জিম্বাবুয়ে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে। বাংলাদেশ দল জয়লাভ করে ৪৩ রানে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ-২০০৬
বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাশরাফি বিন মর্তুজা (৩৬ রান ৩১ বলে) এবং আব্দুর রাজ্জাক ৪ ওভার বল করে ১ ওভার মেডেন দিয়ে ১৭ রানে ৩ উইকেট পান। মাশরাফি বিন মর্তুজা ব্যাট করে ৩৬ রান সাথে বোলিং এ ২৯ রানে ১ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন।