সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
জাতীয়
পিকেএসএফ-অরবিসের যৌথ উদ্যোগে ১০ লাখ মানুষের চোখের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী দুই বছরে দেশের ১০ লাখ নিম্নআয়ের মানুষের চোখের পরীক্ষা এবং এক লাখ ছানি অপারেশন করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনাল। ‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামের এই উদ্যোগের লক্ষ্য প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পিকেএসএফ’র চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং অরবিস ইন্টারন্যাশনালের পরিচালক মিজ ক্রিস্টি হুবার্ড।

স্বাস্থ্যসচিব বলেন, দৃষ্টিশক্তি হারালে মানুষ কর্মক্ষমতা হারায়, কিন্তু ছানি অপারেশনের মাধ্যমে আবার কাজ করার সক্ষমতা ফিরে পাওয়া যায়। এতে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা করে।

অরবিসের কর্মকর্তা ক্রিস্টি হুবার্ড জানান, বাংলাদেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও এটি সহজেই নিরাময়যোগ্য। প্রায় চার দশক ধরে অরবিস এ খাতে কাজ করে আসছে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সহযোগী সংস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। এক লাখ ছানি অপারেশন দারিদ্র্য বিমোচনেও অবদান রাখবে।

পিকেএসএফ-এর এমডি মো. ফজলুল কাদের জানান, ২০১২ সাল থেকে তারা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় এবার অরবিসের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অরবিস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ জানান, দেশে বর্তমানে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ দৃষ্টিহীন, যাদের ৭০ শতাংশই ছানিজনিত কারণে। এ অবস্থায় আগামী দুই বছরে এক লাখ ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

প্রকল্পের আওতায় ৫০টি জেলায় ৫ হাজার আউটরিচ প্রোগ্রামে ১০ লাখ মানুষের চক্ষু পরীক্ষা করা হবে। পাশাপাশি ২৫টি চক্ষু হাসপাতালে ১ হাজার ২০০ এর বেশি স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ২০০টি কমিউনিটি আই সেন্টার ও শতাধিক ভিশন সেন্টারের মাধ্যমে রেফারেল ও ফলো-আপ কার্যক্রম পরিচালিত হবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  পিকেএসএফ   অরবিস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close