চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ ও হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। তাদের মধ্যে নারী প্রার্থী ২১ জন।
সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী তথ্যটি নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হলে ১ জন এবং শাহজালাল হলে ১ জন রয়েছেন।
শাহজালাল হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত। তিনি চবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া দুইজন হলেন— চারুকলা ইনস্টিটিউটের মাহমুদুল ইসলাম মিনহাজ ও মো. আবু বকর ছিদ্দিক।
প্রীতিলতা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন— খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের সিরাজুম মুনিরা। এছাড়া বিজয় চব্বিশ হল সংসদে খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম অন্তরা সাহা। তিনি চবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিভাগের শিক্ষার্থী।
শামসুন্নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন— দপ্তর সম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে গণিত বিভাগের মোসা. নিসাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের ইফফাত আরা জুই, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের কানিজ ফাতেমা সিফাত, নির্বাহী সদস্য পদে ইসলামিক স্টাডিজ বিভাগের নাসিফা নাঈম তাসফিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিফতাহুল জান্নাত ও সংগীত বিভাগের মোসা. আফিয়া জাহিন।
নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার, নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তনচংগা।
কেকে/ আরআই