কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ শতশত একর ফসলী জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শত শত পরিবার।
ভাঙন ঠেকাতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েক শত মানুষ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চর দামালগ্রাম উত্তর তীর সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গেল এক মাসে প্রায় ৮০টির মতো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পরিবারগুলো স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কেউ কেউ অন্যের জায়গা কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও ভাঙনের তীব্রতায় দিশাহারা হয়ে পড়েছেন।’
স্থানীয়দের দাবি, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে গৃহহীন হয়ে পথে বসতে হবে নদী তীরবর্তী আরও কয়েক শত পরিবারকে।
এছাড়াও পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইবতেদায়ী মাদরাসা হুমকির মুখে রয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে সেগুলোও অল্প কিছু দিনের মধ্যেই বিলীন হয়ে যাবে বলে আসঙ্কা তাদের।
মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, পল্লী চিকিৎসক নরনবী মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন, সাফেরউদ্দিন ব্যাপারী।
কেকে/ এমএ