বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) সোনাগাজী উপজেলা শাখার নতুন নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী পৌর শহরের নিউ হারবি কাবাব কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
অনুষ্ঠান উদ্বোধক উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বিকেএ) চেয়ারম্যান এলএম কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব জয়নুল আবেদীন জয়।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব এমএম ইব্রাহিম খলিল, অর্থ সচিব মো. নাছিম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ফখরুদ্দিন, সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, আল হেলাল একাডেমি সোনাগাজীর প্রধান শিক্ষক ওমর ফারুক, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সোনাগাজী কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিকেএ সোনাগাজী উপজেলা শাখার সহসভাপতি মো. হাবিবুল ইসলাম রিয়াদ, বিকেএ সোনাগাজী উপজেলা শাখার সাবেক সহসভাপতি যদু লাল সাহা ও এএসএম বদরুদ্দোজা।
কুরআন থেকে তেলওয়াত করেন জেনারেল এডুকেশনাল ইসলামি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল্লাহ।
সমাপনী অধিবেশনে এলএম কামরুজ্জামান নব নির্বাচিত সোনাগাজী উপজেলার কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পড়ান। পরে কমিটির সভাপতি রহিম উল্যাহ চৌধুরী নব নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।
কেকে/ এমএ