গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০৩ নাম্বার কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ধরনের আয়োজনের জন্য আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এক শিক্ষার্থী বলেন, রাসূল (সা.) এর জীবনী সম্পর্কে আমাদের নিয়মিত জানা এবং চর্চা করা উচিত। আজকের যে কুইজের আয়োজন করা হয়েছে তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাসূল (সা.) এর জীবন সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। আজকের আয়োজনের সাথে যে প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
সিরাত প্রতিযোগিতার সার্বিক বিষয়ে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, আমরা এ ধরনের আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আর সর্বোপরি রাসূল (সা.) এর জীবন এমন একটা বিষয়, যার প্রত্যেকটা অংশ থেকে প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাসূল (সা.) এর জীবনী যেভাবে উপস্থাপন করার দরকার ছিল, সেভাবে কিন্তু হয়নি। আমরা আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব থেকে চিন্তা করেছি যে এই বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এরই অংশ হিসেবে আজকের আয়োজনে একটি বড় সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে সীরাত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আজকের আয়োজনে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে ইসলাম সংক্রান্ত চমৎকার আয়োজনে তারা অংশগ্রহণ করবে—এই আশা ব্যক্ত করছি।
উল্লেখ্য, আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব প্রতিবছরই সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। তাদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
কেকে/ আরআই