লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুরুত আলী (৫০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ওই ইউনিয়নের খারুভাজ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুরত আলী তার নিজ ঘরে প্রতিদিনের ন্যায় অটোবাইক চার্জ দিতেন। বিদ্যুতের সুইচ বন্ধ না করে তার ব্যবহৃত অটোবাইকটি চার্জ থেকে খুলার সময় ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশাঙ্কাজনক অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি শুনেছি তবে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। সরেজমিনে দেখে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস