ইতালিতে ২০২৫ সালের জন্য বহুল প্রতীক্ষিত স্পন্সর ভিসা (Decreto Flussi) আবেদন প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
ইতালিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে অনলাইনে প্রি-কমপাইলেশন ধাপ চালু করেছে, যেখানে নিয়োগকর্তারা প্রয়োজনীয় তথ্য ও নথি পূরণ করতে পারবেন। নির্ধারিত দিনে ক্লিক-ডে’র মাধ্যমে এই আবেদনগুলো জমা দেওয়া হবে।
ইতালির এই বিশেষ কর্মভিসা কর্মসূচির মাধ্যমে বিদেশি শ্রমিকদের বৈধভাবে ইতালিতে আনার সুযোগ তৈরি হয়। এবারও কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল, রেস্তোরা ও পরিবহনসহ বিভিন্ন খাতে শ্রমিক আনার জন্য কোটার ব্যবস্থা রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হওয়ায় এবং কোটার সংখ্যা সীমিত হওয়ায় প্রয়োজনীয় সব নথি প্রস্তুত না থাকলে সুযোগ হারানোর ঝুঁকি থেকে যায়।
ইতালির নিয়োগকর্তা ও শ্রমিকদের এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, চাকরির চুক্তিপত্র, পরিচয়পত্র, স্পন্সরশিপ ডকুমেন্ট এবং প্রয়োজনীয় কর সংক্রান্ত তথ্য। আইনজীবী ও ইমিগ্রেশন পরামর্শদাতারা বলছেন, সঠিক ও সম্পূর্ণ নথি ছাড়া আবেদন জমা দিলে তা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।
ইতালি ও বাংলাদেশের মধ্যে বৈধ অভিবাসন বাড়াতে এবং অবৈধ পথে ইতালি প্রবেশ রোধ করতে নতুন করে সহযোগিতা শুরু হয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে বৈধ শ্রমিক আনার জন্য নতুন চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।
একই সঙ্গে ইতালীয় সরকার অননুমোদিত ও অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অব্যাহত রাখার কথা জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের পদক্ষেপ নিলে অনেক পরিবার বিপাকে পড়বে, তাই এই নীতি বাস্তবায়নে মানবিক দিক বিবেচনা করা জরুরি।
সার্বিকভাবে, ইতালিতে বসবাসরত প্রবাসীদের জন্য এটি বড় সুযোগ। যারা পরিবার বা পরিচিতজনদের বৈধ পথে নিয়ে আসতে চান, তাদের জন্য ১ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার উচিত আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা এবং প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবী বা পরামর্শকের সাহায্য নেওয়া।
কেকে/বি