ফের বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই মডেল ও অভিনয়শিল্পীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
আজ শুক্রবার বাদ আসর বর ও কনের দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শবনম ফারিয়া জানান, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল। আতঙ্কের চেয়ে কিছু কম নয়। পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।
মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া
ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন শবনম।
মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া
এ দেশের আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। কিন্তু সে বিয়ে টেকেনি।