বিএনপির নির্বাহী কমিটির সদস্য কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে। যখনই পূজা আসে তখনই একটা চক্র নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাটোরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় দুলু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিয়ে সব সম্প্রদায়ের পাশে থেকে সকলের জান-মাল রক্ষা করবে বিএনপির নেতাকর্মীরা।’
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক সুব্রত সরকার।
কেকে/ এমএ